জম্মু ও কাশ্মীরের সাম্বায় গুপ্ত সুড়ঙ্গের খোঁজ পেল বিএসএফ - Learn and Let others to Learn
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।
|

Saturday, August 29, 2020

জম্মু ও কাশ্মীরের সাম্বায় গুপ্ত সুড়ঙ্গের খোঁজ পেল বিএসএফ

 ভারত-পাক সীমান্তের কাছে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার বেঙ্গালাদ অঞ্চলে সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ। সুড়ঙ্গটি ১৫০ ফুট দীর্ঘ , তিন-চার ফুট চওড়া এবং ২৫ ফুট গভীর। এছাড়াও জানা গিয়েছে, সুড়ঙ্গের মধ্যে থেকে করাচি ও শকরগড় লেখা বালির বস্তা উদ্ধার হয়েছে। বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন যে, এই অঞ্চল থেকে ৪০০ মিটার দূরেই পাকিস্তানের আউট পোস্ট অবস্থিত।

No comments:

Post a Comment