আপনি রান্নাঘর রোজ পরিষ্কার করেন।বাড়িতে আরশোলার উপদ্রব? - Learn and Let others to Learn
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।
|

Tuesday, August 18, 2020

আপনি রান্নাঘর রোজ পরিষ্কার করেন।বাড়িতে আরশোলার উপদ্রব?

আপনি রান্নাঘর রোজ পরিষ্কার করেন। রান্নাঘরের কাজ মেটার পরে আর বেশিক্ষণ নোংরা করে ফেলেও রাখেন না। আপাতদৃষ্টিতে অনেকেই আপনার রান্নাঘর পরিষ্কার রাখা দেখে সুনাম করেছেন। তা সত্ত্বেও মাঝেমধ্যেই রান্নাঘরের কোণ থেকে দেখা মিলছে একটা-দুটো আরশোলার (Cockroach)। যা দেখে আপনার মাথায় হাত। এত পরিষ্কার রাখার পরেও এই ফল? এ-ও কী সম্ভব? এমন কত প্রশ্নই না আপনার মাথায় ঘুরপাক খায়। কিন্তু জানেন কী আপনার রান্নাঘর পরিষ্কারের কৌশলে সামান্য বদল আনলেই আরশোলার মতো পোকামাকড়ের হাত থেকে মুক্তি পেতে পারেন। বিশ্বাস না হলে টিপসগুলি মিলিয়ে নিন।

আরশোলামুক্ত রান্নাঘর পেতে চাইলে একটি পাত্রে গরম জল নিন। তাতে অল্প ভিনিগার মেশান। এবার ওই মিশ্রণ দিয়ে ভাল করে রান্নাঘর মুছে নিন। দেখবেন দু’দিনে আপনার বাড়িতে হামলা চালানো আরশোলা উধাও। কিংবা এক লিটার গরম জলে ১টা লেবুর রস এবং ২ চামচ বেকিং সোডাও মিশিয়ে নিতে পারেন। এবার ওই মিশ্রণ দিয়ে পরিষ্কার করতে পারেন রান্নাঘর। তাতেই দেখবেন বাড়িতে থাকা আরশোলারা নিমেষে চলে যাবে।মা-ঠাকুমাদের সময় থেকে বোরিক অ্যাসিডের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে রান্নাঘর পরিষ্কারের চল রয়েছে। এই পদ্ধতিতেও আরশোলার বংশ ধ্বংস হতে পারে।আপনি কী পিপারমেন্ট অয়েল কিংবা ল্যাভেন্ডার অয়েল ত্বকচর্চায় ব্যবহার করেন। তবে ওই তেলই সামান্য পরিমাণে রান্নাঘরের কোণায় কোণায় স্প্রে করে দিন। দু’দিনেই ম্যাজিক দেখতে পাবেন।

        বাড়িতে সবচেয়ে বেশি রাখা থাকে শশা। এই শশা শুধু শরীরের বাড়তি মেদ ঝরাতেই নয়। রান্নাঘর থেকে আরশোলা তাড়াতেও অব্যর্থ। গোল গোল কেটে রান্নাঘরের কোণায় কোণায় ফেলে রাখুন শশা। তারপর দেখবেন ওই গন্ধে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গিয়েছে আরশোলা।
   বাজার থেকে সদ্য কিনে আনা দারচিনিও আপনার বাড়িকে আরশোলার কবলমুক্ত করতে পারে। প্রয়োজন হলে রান্নাঘরে চতুর্দিকে দারচিনি ছড়িয়ে দিন, তাতেই দেখবেন কাজ হয়ে গিয়েছে।

Highlights

No comments:

Post a Comment