Join Our WhatsApp Group! পরিকাঠামো তৈরি করছে নয়া এজেন্সি চাকরি প্রার্থীর পছন্দের দিনে বছরে যত বার খুশি পরীক্ষায় বসার সুযোগ - Learn and Let others to Learn
|
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।

Monday, August 31, 2020

পরিকাঠামো তৈরি করছে নয়া এজেন্সি চাকরি প্রার্থীর পছন্দের দিনে বছরে যত বার খুশি পরীক্ষায় বসার সুযোগ

বয়সসীমার মধ্যে বছরে যত বার খুশি চাকরির পরীক্ষায় বসতে পারবে একজন প্রার্থী। রেল, ব্যাঙ্ক বা কেন্দ্রীয় সরকারি দপ্তর— কোনও ক্ষেত্রেই এব্যাপারে কোনও বাধা থাকবে না। এমনকী, পরীক্ষার্থী তার পছন্দমতো দিনেই এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। দেশের কোটি কোটি বেকারের জন্য ভবিষ্যতে সেই পরিকাঠামো তৈরি করতে চলেছে মোদি সরকারের সদ্য ঘোষিত ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি (এনআরএ)। প্রান্তিক এলাকার বাসিন্দা, যোগ্য প্রার্থীরা যাতে অনলাইন পরীক্ষায় বসার সুবিধা গ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে এই পদক্ষেপ করবে এনআরএ। শক্তিশালী পরিকাঠামো এবং আগামী তিন বছরের খরচ বাবদ এজেন্সির জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দও করছে সরকার।
সম্প্রতি এনআরএ গঠন সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকা কর্মিবর্গ মন্ত্রক। তাতে আরও বলা হয়েছে, আপাতত বছরে দু’বার এই ধরনের প্রাথমিক যোগ্যতা নির্ধারণের পরীক্ষার বন্দোবস্ত করবে এই এজেন্সি। পরবর্তীতে তারা ফি বছর আরও ঘন ঘন পরীক্ষা নেবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন ব্যাঙ্ক, রেল ও সরকারি বিভিন্ন দপ্তরে গ্রুপ বি ও সি স্তরে বিভিন্ন পদের জন্য এই কমন এলিজিবিলিটি টেস্টের (সেট)-ব্যবস্থা করবে এনটিএ। স্নাতক, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাশ—পরীক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হবে তিনটি ক্ষেত্রেই।

No comments:

Post a Comment

Featured Post

Download English Madhyamik Question 2025

  Download English Madhyamik Question  2025....... More Coming............ Coming soon Bengali,History ,Geography,Life Science,Phy.Sci...