Join Our WhatsApp Group! করোনা আবহে স্বাধীনতা দিবসের অনাড়ম্বর প্রস্তুতি - Learn and Let others to Learn
|
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।

Saturday, August 15, 2020

করোনা আবহে স্বাধীনতা দিবসের অনাড়ম্বর প্রস্তুতি

অনাড়ম্বর আয়োজন এর মধ্য দিয়ে কলকাতায় রেড রোডে শনিবার স্বাধীনতা দিবস পালন করবে রাজ্য সরকার। সকাল ৯টা ৫০ মিনিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি মূর্তির পাদদেশে হাজির হবেন। এরপর রেড রোডে তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন। বাছাই করা কিছু কুচকাওয়াজ প্যারেড হবে। স্বাধীনতা সংগ্রাম এবং করোনার বিরুদ্ধে যুদ্ধ সম্মিলিত কয়েকটি ট্যাবলো থাকবে। যা তৈরি করছে ক্ষুদ্র কুটিরশিল্প দপ্তর।
সেইসঙ্গে ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে রেড রোডে গিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিস কমিশনার অনুজ শর্মা। শেষ মুহূর্তের প্রস্তুতি তারা খতিয়ে দেখেন।

তবে নির্দিষ্ট কোনও সতর্কবার্তা না থাকলেও নিরাপত্তায় ঘাটতি রাখা হচ্ছে না কলকাতা বিমানবন্দর চত্বরে। বিমানবন্দরে প্রবেশের মুখে প্রতিটি গাড়িকে নাকা চেকিংয়ের মধ্যে দিয়েই আসতে হবে। যাত্রীদের মালপত্র তল্লাশির জন্য যথারীতি থাকবে সিআইএসএফ এবং ডগ স্কোয়াড। অ্যাপ্রন এরিয়ায় আসার সময় হবে আর এক দফায় তল্লাশি।

No comments:

Post a Comment

Featured Post

Download English Madhyamik Question 2025

  Download English Madhyamik Question  2025....... More Coming............ Coming soon Bengali,History ,Geography,Life Science,Phy.Sci...