অজান্তেই করোনার অ্যান্টিবডি তৈরি হচ্ছে শরীরে: আইসিএমআর - Learn and Let others to Learn
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।
|

Friday, August 21, 2020

অজান্তেই করোনার অ্যান্টিবডি তৈরি হচ্ছে শরীরে: আইসিএমআর

অজান্তেই করোনার অ্যান্টিবডি
তৈরি হচ্ছে শরীরে: আইসিএমআর 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনার টিকা এখনও আবিষ্কার হয়নি ঠিকই। তবে ভারতীয়দের মধ্যে ক্রমশ বাড়ছে করোনা মোকাবিলার ক্ষমতা। রাজধানী দিল্লির সাম্প্রতিক ‘সেরো সার্ভে রিপোর্ট’ সেই ইঙ্গিতই দিচ্ছে। শরীরের মধ্যে নিজে থেকেই তৈরি হয়েছে অ্যান্টিবডি। অর্থাৎ করোনার ভাইরাস শরীরে প্রবেশ করলেও কাবু করতে পারেনি। কোনও উপসর্গও দেখা দেয়নি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই তা সামলে দিয়েছে, বলছে আইসিএমআর। সমীক্ষা রিপোর্ট বলছে, দিল্লির ২৯.১ শতাংশ মানুষ নিজের অজান্তেই ভাইরাসের মোকাবিলা করেছেন। এক মাস আগেও প্রথম সেরো সার্ভেতে যা ছিল ২৩ শতাংশ। ১৮ থেকে ৫০ বছর বয়সের ১৫ হাজার মানুষের মধ্যে এই সমীক্ষা হয়েছে।
আইসিএমআরের নির্দেশ মতো রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যে এই সেরো সার্ভে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের হাওড়া, কলকাতা, আলিপুরদুয়ারেও এই কাজ চলছে। তবে গোটা দেশের রিপোর্ট প্রকাশ হতে এখনও সময় লাগবে বলেই আইসিএমআর সূত্রে জানা গিয়েছে। তারই মধ্যে ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের সহযোগিতায় দিল্লি সরকার দু’দফায় যে সেরো সার্ভে করেছে, তা একদিকে যেমন করোনা মোকাবিলায় কেন্দ্রকে পরবর্তী পরিকল্পনা গ্রহণে সাহায্য করছে, একইসঙ্গে যে অঞ্চলে এই সমীক্ষা হয়েছে, সেখানেও বাড়তি নজর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাতে ওই অঞ্চল থেকে রোগ ব্যাপক আকারে ছড়াতে না পারে। আইসিএমআরের বিজ্ঞানী তথা সংস্থার সদর দপ্তরের এপিডেমিনোলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজিসেস বিভাগের প্রধান ডাঃ সমীরণ পাণ্ডা জানান, উপসর্গ দেখা না দিলেও সমীক্ষায় বোঝা যাচ্ছে, শরীরে করোনার সঙ্গে লড়ার ক্ষমতা অনেকেরই রয়েছে। এটা ভাল দিক। তবে এমনও হতে পারে, যে পরিমাণে ভাইরাস ঢুকেছিল, তা জ্বর, কাশি, শ্বাসকষ্টর মতো সমস্যা তৈরি করতে পারেনি। তাই উপসর্গ দেখা দেয়নি। তবে উপসর্গহীনদের থেকেও সংক্রমণের সম্ভাবনা রয়েছে। ফলে মাস্ক পরার মতো সাবধানতা অবলম্বন করতেই হবে।  

No comments:

Post a Comment