Join Our WhatsApp Group! আন্দামানেও হাই স্পিড ইন্টারনেট, সমুদ্রের নীচ দিয়ে অপটিক্যাল ফাইবার লিঙ্কের সূচনা - Learn and Let others to Learn
|
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।

Tuesday, August 11, 2020

আন্দামানেও হাই স্পিড ইন্টারনেট, সমুদ্রের নীচ দিয়ে অপটিক্যাল ফাইবার লিঙ্কের সূচনা

এবার হাই স্পিড ব্রডব্যান্ড সংযোগের সুবিধা পৌঁছে গেল আন্দামান ও নিকোবরেও। এই দ্বীপভূমির জন্য সমুদ্রের নীচ দিয়ে যাওয়া অপটিক্যাল ফাইবার কেবল (ওএফসি) প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এধরনের প্রকল্প দেশে এই প্রথম। এর ফলে ভারতের মূল ভূখণ্ডের মতোই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাবেন আন্দামান ও নিকোবরের বাসিন্দারা।

এই প্রকল্পে চেন্নাই থেকে সমুদ্রের নীচ দিয়ে আন্দামান ও নিকোবর পর্যন্ত ২ হাজার ৩১২ কিমি দীর্ঘ অপটিক্যাল ফাইবার কেবল পাতা হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রকল্পটির সূচনা করলেন তিনি। প্রধানমন্ত্রীর বলেন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে এটা আন্দামান ও নিকোবরবাসীর জন্য উপহার। চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার থেকে লিটল আন্দামান এবং পোর্ট ব্লেয়ার থেকে স্বরাজ দ্বীপ— আজ থেকে আন্দামান-নিকোবরের বড় অংশে এই পরিষেবা চালু হয়ে গেল। সরকারি সূত্রে খবর, সমুদ্রের তলদেশ দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল পাতার এই প্রকল্পে খরচ হয়েছে ১ হাজার ২২৪ কোটি টাকা। পোর্ট ব্লেয়ার ছাড়াও এর ফলে হাই স্পিড ইন্টারনেটের সুবিধা মিলবে স্বরাজ দ্বীপ (হ্যাভলক), লং আইল্যান্ড, রঙ্গত, লিটল আন্দামান, কামোর্তা, কার নিকোবর ও গ্রেটার নিকোবরে। প্রকল্পের সূচনা করার পর এদিন প্রধানমন্ত্রী বলেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মানুষের কাছে আধুনিক সময়ের উপযোগী টেলিকম সংযোগ পৌঁছে দেওয়াটা গোটা দেশের দায়িত্ব। দেশ তথা গোটা বিশ্বের সঙ্গে দ্বীপভূমির মানুষের সংযোগ ঘটানোর এই প্রকল্প আমাদের দায়বদ্ধতার প্রতীক।
সরকারি সূত্রে খবর, এই প্রকল্পের সূচনা হওয়ায় সমুদ্রের নীচ দিয়ে পাতা অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করে দেশের সব টেলিকম অপারেটরই আন্দামান ও নিকোবরে হাই স্পিড মোবাইল ও ব্রডব্যান্ড পরিষেবা দিতে পারবে।

No comments:

Post a Comment

Featured Post

Download Madhyamik Bengali & Geography Question 2025

Download Madhyamik Geovgraphy Q uestion 2025                                                                   Download Madhyamik Bengali Qu...