Join Our WhatsApp Group! বিদেশ আফগানিস্তানে সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই, খতম ৪৪ জন তালিবান জঙ্গি - Learn and Let others to Learn
|
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।

Saturday, August 29, 2020

বিদেশ আফগানিস্তানে সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই, খতম ৪৪ জন তালিবান জঙ্গি

 আফগানিস্তানের সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের ফলে কমপক্ষে ৪৪ জন তালিবান জঙ্গির মৃত্যু হল। জখম হয়েছে আরও ৩৭ জন। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের উত্তর প্রান্তে অবস্থিত কুন্দুজ (Kunduz) প্রদেশে।

২১৭ নম্বর পামির মিলিটারি কর্পস ( Pamir Military Corps) -এর ডেপুটি কমান্ডার জেনারেল আদম খান মাতিন বলেন, ‘বেশ কিছুদিন ধরেই কুন্দুজ প্রদেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছিল তালিবান জঙ্গিরা। এই কারণে সরকারের নির্দেশ ইমাম সাহিব এলাকায় যুদ্ধবিমানের সাহায্যে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালানো হয়। মোট চারদিনের ওই অভিযানের ২ দিনের মধ্যেই বেশ কয়েকজন তালিবান কমান্ডার-সহ ৪৪ জন জঙ্গিকে খতম করা হয়েছে। জখম হয়েছে আরও ৩৭ জন। এর ফলে ওই এলাকায় জঙ্গিদের তাণ্ডব কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।’

No comments:

Post a Comment

Featured Post

Download English Madhyamik Question 2025

  Download English Madhyamik Question  2025....... More Coming............ Coming soon Bengali,History ,Geography,Life Science,Phy.Sci...