Join Our WhatsApp Group! ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে - Learn and Let others to Learn
|
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।

Monday, August 24, 2020

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে



আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। সে কারণে কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।

ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে মনে করা হচ্ছে। নীচু এলাকায় জলমগ্ন হতে পারে। বাড়বে নদীর জলস্তরও। এই ক’দিন মৎসজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
গত সপ্তাহের শেষে বঙ্গোপসাগরের অন্য একটি নিম্নচাপের হাত ধরে বৃষ্টি হয়েছে। গত শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। এ দিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বিকেলের পর দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন থেকেই নতুন নিম্নচাপের ফলে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হতে পারে বেশ কয়েকটি জেলায়।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে।

No comments:

Post a Comment

Featured Post

GRAMMAR PRACTICE SET 75 (VIII)

  A. Fill in the blanks with the correct form of the verb in brackets: She usually __________ (go) to school by bus. I __________ (wat...