৫৩ হাজার টাকা ছাড়াল সোনার দাম - Learn and Let others to Learn
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।
|

Monday, August 03, 2020

৫৩ হাজার টাকা ছাড়াল সোনার দাম


চলতি মাসের ৯ তারিখ কলকাতায় সোনার দর ৫০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫০ হাজার ৬০ টাকা। সেই দর ৫৩ হাজার টাকায় পৌঁছতে মাত্র ১৮ দিন সময় নিল। কলকাতায় সোমবার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৩ হাজার ৭০ টাকা। দামের নিরিখে হলুদ ধাতু শুধু যে নতুন করে রেকর্ড গড়ল তা নয়। এই প্রথমবার ২২ ক্যারেট গয়না সোনার দর ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেল। এদিন গিনি সোনার দর ১০ গ্রামপিছু ৫০ হাজার ৩৫০ টাকায় পৌঁছয়।

সোনার পাশাপাশি মাত্রা ছাড়াচ্ছে রুপোও। ‘৯৯৯’ বিশুদ্ধতার কেজিপ্রতি রুপোর দর ছিল ৬৪ হাজার ১০০ টাকা। সোনা ও রুপো দু’টি ক্ষেত্রেই ক্রেতারা কিনতে গেলে আরও তিন শতাংশ জিএসটি মেটাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু দেশজুড়ে আর্থিক টালমাটাল অবস্থা চলছে, তাই সোনার দামেও অস্থিরতা বজায় থাকবে।
GOLD


No comments:

Post a Comment