চলতি মাসের ৯ তারিখ কলকাতায় সোনার দর ৫০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫০ হাজার ৬০ টাকা। সেই দর ৫৩ হাজার টাকায় পৌঁছতে মাত্র ১৮ দিন সময় নিল। কলকাতায় সোমবার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৩ হাজার ৭০ টাকা। দামের নিরিখে হলুদ ধাতু শুধু যে নতুন করে রেকর্ড গড়ল তা নয়। এই প্রথমবার ২২ ক্যারেট গয়না সোনার দর ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেল। এদিন গিনি সোনার দর ১০ গ্রামপিছু ৫০ হাজার ৩৫০ টাকায় পৌঁছয়।
সোনার পাশাপাশি মাত্রা ছাড়াচ্ছে রুপোও। ‘৯৯৯’ বিশুদ্ধতার কেজিপ্রতি রুপোর দর ছিল ৬৪ হাজার ১০০ টাকা। সোনা ও রুপো দু’টি ক্ষেত্রেই ক্রেতারা কিনতে গেলে আরও তিন শতাংশ জিএসটি মেটাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু দেশজুড়ে আর্থিক টালমাটাল অবস্থা চলছে, তাই সোনার দামেও অস্থিরতা বজায় থাকবে।
সোনার পাশাপাশি মাত্রা ছাড়াচ্ছে রুপোও। ‘৯৯৯’ বিশুদ্ধতার কেজিপ্রতি রুপোর দর ছিল ৬৪ হাজার ১০০ টাকা। সোনা ও রুপো দু’টি ক্ষেত্রেই ক্রেতারা কিনতে গেলে আরও তিন শতাংশ জিএসটি মেটাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু দেশজুড়ে আর্থিক টালমাটাল অবস্থা চলছে, তাই সোনার দামেও অস্থিরতা বজায় থাকবে।
No comments:
Post a Comment