Join Our WhatsApp Group! টিকটকের জায়গা নিতে ভারতে নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম - Learn and Let others to Learn
|
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।

Saturday, August 01, 2020

টিকটকের জায়গা নিতে ভারতে নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম


 টিকটকের জায়গা নিতে ভারতে
নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম


ভারত-চীন সংঘাতের মধ্যে টিকটক ব্যান করে দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এবার ওই চীনা অ্যাপের জায়গা নিতে বাজারে এল ইনস্টাগ্রামের নতুন ফিচার ‘রিলস’। এটিতে টিকটকের সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জানিয়েছে, ইনস্টাগ্রাম স্টোরিজের মধ্যে এই ফিচারটি পাওয়া যাবে। ব্যবহারকারীরা ১৫ সেকেন্ডের ভিডিও শ্যুট করে, তার সঙ্গে মিউজিক ও এফেক্ট জুড়ে সরাসরি নিউজ ফিডে পোস্ট করতে পারবেন। এই অ্যাপের মধ্যেই বিভিন্ন ধরনের মিউজিক, গান এবং ফিল্টার ব্যবহারের সুবিধা রয়েছে। এছাড়া ভিডিও এডিট করার একাধিক টুলসও পাবেন ব্যবহারকারীরা। গত বছর ব্রাজিল, ফ্রান্স ও জার্মানিতে ইনস্টাগ্রাম রিলের ব্যবহার শুরু করেছে সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা। এবার টিকটক ব্যান হওয়ায় কোটি কোটি ভারতীয় ব্যবহারকারীকে কাছে টানতে তড়িঘড়ি নতুন এই ফিচার জুড়ে দেওয়া হল। যদিও এ কথা মানতে চাননি মূল সংস্থা ফেসবুকের কর্তারা। এপ্রসঙ্গে ফেসবুক ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন বলেন, বেশ কিছু সময় ধরে ভারতীয় ব্যবহারকারীদের জন্য এই ফিচার আনার প্রস্তুতি চলছিল। বুধবার থেকেই ভারতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই নতুন ফিচার পাচ্ছেন।

No comments:

Post a Comment

Featured Post

GRAMMAR PRACTICE SET 75 (VIII)

  A. Fill in the blanks with the correct form of the verb in brackets: She usually __________ (go) to school by bus. I __________ (wat...