স্মার্ট ফোনের দুনিয়াতে অন্যতম জনপ্রিয় realme। ইতিমধ্যে তারা একাধিক দেশে নিজেদের বিস্তার করেছে। নিয়ে এসেছে একের পর এক নতুন সিরিজের স্মার্ট ফোন, আর তা যথেষ্ট জনপ্রিয় হয়েছে গ্রাহকদের কাছে। তবে এবারে জানা গিয়েছে গ্রাহকদের জন্য ভারতের বাজারে আগামী ৭ অক্টোবর লঞ্চ হতে চলেছে realme 7i। যাতে থাকবে নতুন প্রযুক্তি। ফলে মনে করা হচ্ছে এই ফোনের সাহায্যে সুবিধা পাবে সাধারণ মানুষজন।
এর আগেও তারা ভারতের বাজারে তাঁরা নিয়ে এসেছে একের পর এক ফোন। যা যথেষ্ট জনপ্রিয় হয়েছে। তবে জানা গিয়েছে এবারে এই ফোনে থাকবে অতিরিক্ত একাধিক সুবিধা। মনে করা হচ্ছে ভারতের বাজারে এই ফোনের দাম রাখা হবে ১৫ হাজার টাকার কাছাকাছি।
জানা গিয়েছে এই দামের মধ্যে গ্রাহকেরা পাবেন ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ। এও জানা গিয়েছে এই ফোন পাওয়া যাবে কিছু আকর্ষণীয় রঙ এ। তবে শুধু ফোন নয় মনে করা হচ্ছে আরও বেশ কিছু গ্যাজেট ভারতের বাজারে লঞ্চ করবে তারা। আর যেহেতু ভারতে যথেষ্ট জনপ্রিয় realme সেই কারণে মনে করা হচ্ছে এই সকল গ্যাজেট গ্রাহকদের কাছে আকর্ষণের বিষয় হবে।
এই ফোনে থাকবে ৬.৫০ ইঞ্চি ডিসপ্লে। এছাড়া থাকবে qualcomm snapdragon 662. এছাড়া এই ফোনে থাকবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা। এতে রয়েছে ৮ জিবি র্যাম সঙ্গে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। এছাড়া এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি সুবিধা। এতে রয়েছে androud 10 অপারেটিং সিস্টেমের সুবিধা। এছাড়া এতে মেমরি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। সঙ্গে রয়েছে দ্রুত চার্জের সুবিধাও।
No comments:
Post a Comment