ব্রেকিং: নতুন করে ৪০ টি ট্রেন চালাবে ভারতীয় রেল - Learn and Let others to Learn
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।
|

Tuesday, September 15, 2020

ব্রেকিং: নতুন করে ৪০ টি ট্রেন চালাবে ভারতীয় রেল

 নতুন করে চালানো হবে ২০ জোড়া বা ৪০টি ট্রেন। মঙ্গলবার যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল রেল মন্ত্রক।

২১ সেপ্টেম্বর থেকে এই ট্রেনগুলি চালানো হবে।

জানা গিয়েছে এর মধ্যে ১৯ জোড়া ট্রেনের ক্ষেত্রে টিকিটের দাম হবে হামসফর এক্সপ্রেসের সমান। আর লখনউ থেকে দিল্লিগামী ট্রেনের টিকিটের মূল্য হবে জনশতাব্দী এক্সপ্রেসের টিকিটের দামের সমান। ১০ দিন আগে থেকে ট্রেন বুক করা যাবে।

যেসব রুটে দেখা যাচ্ছে যে ওয়েটিং লিস্টে লম্বা লাইন, টিকিটের ব্যাপক চাহিদা, সেইসব রুটেই এই ট্রেন চালানো হবে।

For more click here

No comments:

Post a Comment