বছর ঘুরলেই বিধানসভা ভোট! আর তাই ভোটের আগে একেবারে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগেই ব্রাহ্মণদের ভাতা দেওয়া থেকে শুরু করে একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জন্যে একগুচ্ছ সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী। এবার অস্থায়ী তিন হাজার কর্মীর চাকরি নিশ্চিত করল দমকল। দমকল দফতরের অস্থায়ী তিন হাজার কর্মীর ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি নিশ্চিত করে দেওয়া হয়েছে।
যার ফলে এবার থেকে আর প্রতিবছর চুক্তি পুনর্নবীকরণের প্রয়োজন হবে না। সরকারের এহেন মানবিক সিদ্ধান্তে উপকৃত হবেন কয়েক হাজার শ্রমিক। আগেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। অস্থায়ী কর্মীদের স্থায়ী করার বিষয়ে ভাবনা চিন্তা করছে সরকার, জানানো হয় নবান্নের।
এরপরেই দমকল বিভাগের অফিসে এসে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দমকল মন্ত্রী সুজিত বসু। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ডিভিশনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। পরে সুজিত বসু বলেন, দীর্ঘদিনের দাবি ছিল। মুখ্যমন্ত্রী সেই দাবি মিটিয়েছেন।
অস্থায়ী ৩০০০ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের দৈনিক মজুরি বাড়ানো হয়েছে। তাঁদের কোনও ছুটি ছিল না। এখন থেকে ১৪ দিন সিএল এবং ১০ দিন সিসিএল পাবেন তাঁরা। ৬০ বছর শেষে অবসরের সময় তিন লক্ষ টাকা দেওয়া হবে।
পাশাপাশি, স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম নথিভুক্ত করা হবে। সেইসঙ্গে দমকল বিভাগের স্থায়ী নিয়োগের ক্ষেত্রে ১৫ শতাংশ আসনে এই চুক্তিভিত্তিক দৈনিক মজুরি পাওয়া কর্মচারীরা অগ্রাধিকার পাবেন বলেই জানিয়েছেন সুজিত।
Today is Friday, May 23. | 10:47:11 AM
Sunday, September 20, 2020
Home
Unlabelled
অবসরের সময় মিলবে তিন লক্ষ টাকা, স্থায়ী হল কয়েক হাজার কর্মীর চাকরি
অবসরের সময় মিলবে তিন লক্ষ টাকা, স্থায়ী হল কয়েক হাজার কর্মীর চাকরি
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
WRITE A NEWSPAPER REPORT BASED ON THE GIVEN POINTS:
Incident: Bank robbery Date & time : Monday,12:30 p.m. Place: Jodhpur Park Branch Miscrean...

No comments:
Post a Comment