Join Our WhatsApp Group! স্মার্টকার্ড রিচার্জের অ্যাপ আনল মেট্রো, পরিষেবা শুরু করার প্রস্তুতি নিয়ে বৈঠক - Learn and Let others to Learn
Today is Friday, July 4. | 10:58:44 AM
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।

Wednesday, September 02, 2020

স্মার্টকার্ড রিচার্জের অ্যাপ আনল মেট্রো, পরিষেবা শুরু করার প্রস্তুতি নিয়ে বৈঠক

ওয়েবসাইটে স্মার্টকার্ড রিচার্জের পরিষেবা চালু হয়েছিল আগেই। এবার অ্যাপের মাধ্যমেও মিলবে সেই একই সুবিধা। আপাতত অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনে ডাউনলোড করা যাবে এই ‘মেট্রো রেলওয়ে কলকাতা’ অ্যাপ। আনলক পর্বে মেট্রো চালু হলে সংক্রমণ এড়াতে টোকেনের বদলে স্মার্টকার্ড ব্যবহারে উৎসাহ দিচ্ছে রেল। সেই কারণেই এই পরিষেবা নিয়ে আসা হয়েছে। এই অ্যাপে রিচার্জের পাশাপাশি মিলবে পাতাল-যাত্রার হরেক সুলুক সন্ধান। স্ক্রিনে ভেসে উঠবে প্রতিটি স্টেশনের আশেপাশের বিখ্যাত পর্যটন কেন্দ্র, পরবর্তী স্টেশন, গন্তব্যে পৌঁছনোর আনুমানিক সময় ইত্যাদি। খুব শীঘ্রই আইফোন ব্যবহারকারীদের জন্যও এই অ্যাপ আনবে মেট্রো রেল। যদিও, কলকাতা মেট্রো কবে থেকে চালু হবে তা এখনও অনিশ্চিত। কিন্তু মেট্রো কর্তৃপক্ষ পরিষেবা চালুর যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে। করোনা আবহে মেট্রো স্টেশন এবং রেক স্যানিটাইজ করা অত্যন্ত জরুরি। মঙ্গলবার মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন, প্রতিটি স্টেশন ও রেকগুলি সম্পূর্ণভাবে স্যানিটাইজ করতে হবে। পরিষেবা চালু হলে এই কাজ নিয়মিত করতে হবে। মেট্রোর যাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজ করার নির্দেশ দিয়েছেন জেনারেল ম্যানেজার। যদিও রাজ্য সরকারের সঙ্গে মেট্রো রেলের বৈঠকের দিন মঙ্গলবার পর্যন্ত চূড়ান্ত হয়নি। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকের দিন ঠিক হয়নি। আমরা স্বরাষ্ট্র ও নগরোন্নয়ন মন্ত্রকের গাইড লাইনের অপেক্ষায় রয়েছি। রেলবোর্ড এবং রেলমন্ত্রকের চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরেই রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারব।

No comments:

Post a Comment

Featured Post

Write a story using these points.

  [  An ass carrying a load of salt falls into a pool - salt dissolves - ass happy with lighter load-next day intentionally slips in the poo...