Join Our WhatsApp Group! পাঁচ ভারতীয়কে অপহরণ করেছে চিনা সেনা, বিস্ফোরক অভিযোগ বিধায়কের - Learn and Let others to Learn
Today is Saturday, May 24. | 2:14:59 AM
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।

Saturday, September 05, 2020

পাঁচ ভারতীয়কে অপহরণ করেছে চিনা সেনা, বিস্ফোরক অভিযোগ বিধায়কের

চিন সেনার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। যুদ্ধের আবহে পাঁচ ভারতীয় নাগরিককে অপহরণের অভিযোগ। আর এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিনং ইরিংয়ের। তাঁর অভিযোগে সরগরম দেশের রাজনীতি। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কেউ মুখ খোলেনি। সেনা কিংবা কেন্দ্রের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত এই বিষয়ে মন্তব্য করা হয়নি।
কংগ্রেস সাংদের টুইটে লিখেছেন, আপার সুবানসিরি জেলার নাচোয় জঙ্গলে শিকার করতে যাওয়া পাঁচ ভারতীয় নাগরিককে লাল ফৌজ অপহরণ করে রেখেছে চিনের বাহিনী। এই ব্যাপারে দ্রুত কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন নিনং। চিনের হাতে আটক হওয়া ওই পাঁচজনকে দ্রুত ছাড়ার দাবি জানানো হয়েছে।
ইরিং বলেছেন, লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে টানাপোড়েন চলেছে। এজন্য ভারতের নজর হঠাতে চিন অরুণাচল সীমান্তে এমন কাজ করছে। চিন এখন অরুণাচলের ওপর নজর দিয়েছে। এখন চিনকে কড়া জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। কয়েক মাস আগে এমনই ঘটনা ঘটেছিল। যদিও কিছুদিন পর অপহৃতকে মুক্তি দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, ভারত চিন সীমান্ত উত্তপ্ত। দেশের বেশ কয়েকটি প্রান্ত জুড়েই ঠান্ডা লড়াই চলছে। হিন্দুস্তান টাইমসের এক রিপোর্ট বলছে উত্তরাখন্ডের লিপু লেখ, উত্তর সিকিমের বেশ কিছু সীমান্ত সংলগ্ন এলাকা, অরুণাচল প্রদেশের সীমান্তে সেনা মোতায়েন করেছে চিন।
সূত্রের খবর উত্তরাখন্ডের কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন লিপুলেখ এলাকায় টহল দিয়েছে চিনা সেনা। সেখানে নাকি সেনা সংখ্যা বৃদ্ধি করছে বেজিং।
একদিকে যখন চিন একাধিক বার ভারতের সঙ্গে বৈঠকে বসছে, তখন নতুন করে সীমান্তে চিনা সেনার আনাগোনা উদ্বেগ বাড়াচ্ছে। চিনের এই দ্বৈত মনোভাবের কড়া সমালোচনা করেছে নয়াদিল্লি। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে উত্তরাখণ্ডের ওই এলাকায় সেনা মোতায়েন করেছে বেজিং।


প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পরপর বৈঠকের বকলমে চিন ভারতের সময় নষ্ট করছে। সেই সুযোগে সীমান্তে সেনা সাজাচ্ছে বেজিং।

No comments:

Post a Comment

Featured Post

WRITE A NEWSPAPER REPORT BASED ON THE GIVEN POINTS:

 Incident:                Bank robbery Date & time :      Monday,12:30 p.m. Place:                        Jodhpur Park Branch Miscrean...