পুজোর আগে বড় ঘোষণা মমতার - Learn and Let others to Learn
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।
|

Monday, September 14, 2020

পুজোর আগে বড় ঘোষণা মমতার

 পুজোর আগে বড় ঘোষণা মমতার৷ সনাতন ধর্মের দরিদ্র ব্রাক্ষণদের মাসে এক হাজার টাকা সাম্মানিক দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ এছাড়া ,ধাপে ধাপে বাংলা আবাস যোজনায় ঘরও করে দেওয়া হবে৷ সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মের ব্রাক্ষণদের মধ্যে অনেকেই আছেন অতি দরিদ্র৷ সাহায্যের আবেদন আসে। তাদের আবেদনের ভিত্তিতে, সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতি মাসে এক হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে৷ পুজোর মাস থেকেই মিলতে পারে এই সাম্মানিক৷ এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

সেখানে তিনি বলেন, যাদের ঘর নেই, তাদের বাংলা আবাস যোজনায় ঘর করে দেওয়া হবে৷ এবং কোলাঘাটে একটি জমি দেওয়া হয়েছে৷ সেখানে সনাতনী ধর্মের একটি তীর্থস্থান গড়ে উঠবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

পাশাপাশি সব ধর্মের মানুষের পাশেই সরকার রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ কেন ব্রাক্ষণদের এই ভাতা…? ব্রাক্ষণ বা পুরোহিতরা হিন্দু সম্প্রদায়ের যে কোনো ধর্মীয় উৎসবের অবিচ্ছেদ্য অংশ৷ ধর্মাচারের থেকে যে কোনো পুজোয় পুরোহিতদের গুরুত্ব রয়েছে৷ পুজো-অর্চনার ভার থাকে তাঁদের উপরই৷

শুধু সর্বজনীন উৎসব নয়, গৃহস্থের বাড়িতে পুজো, শ্রাদ্ধানুষ্ঠান-সহ বিভিন্ন ধর্মীয় কাজকর্মে ডাক পড়ে পুরোহিতদের৷ অনেক ব্রাক্ষণই আছেন পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম পান৷ তাতে তাদের সংসার চালাতে কষ্ট হয়৷ তাই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷

তবে বিরোধী রাজনৈতিক দলের দাবি, সামনেই বিধানসভা ভোট। তাই মমতা সরকার ব্রাক্ষণ সম্প্রদায়কে খুশি করতেই ভাতা দেওয়া কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

No comments:

Post a Comment