নতুন নামে আত্মপ্রকাশ করবে টেলিকম সংস্থা Vodafone নতুন ব্র্যান্ডের নাম হবে Vi - Learn and Let others to Learn
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।
|

Monday, September 07, 2020

নতুন নামে আত্মপ্রকাশ করবে টেলিকম সংস্থা Vodafone নতুন ব্র্যান্ডের নাম হবে Vi

আগেও নাম বদলেছে সংস্থা। একসময় যে টেলিকম সংস্থা Hutch নামে পরিচিত ছিল, সেই সংস্থারই নাম বদলে হয় Vodafone. ভারতে অন্য এক টেলিকম সংস্থা Idea-র সঙ্গে যৌথভাবে ব্যবসা করছে Vodafone. এবার দুই সংস্থার মিলে গিয়ে তৈরি হচ্ছে নতুন ব্র্যান্ড।
এখন আর Vodafone Idea নয়, নতুন ব্র্যান্ডের নাম হবে Vi, যার উচ্চারণ হবে ‘উই’। স্বাভাবিকভাবেই এবার বদলে যাবে লোগোও।
সংস্থার তরফ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের সবথেকে বড় টেলিকম ইন্টিগ্রেশন হবে এই ব্র্যান্ডে।
ভোডাফোন আইডিয়া লিমিটেডের এমডি ও সিইও রবিন্দর টক্কর বলেন, দু’বছর আগে দুই সংস্থা একসঙ্গে চলা শুরু করে। তারপর থেকেই আমরা বৃহত্তর দুটি নেটওয়ার্কের ইন্টিগ্রেশনের জন্য কাজ করেছি। আজ আমরা Vi লঞ্চ করতে পেরে খুশি।
এই দুই সংস্থা এবার থেকে ডিজিটাল সার্ভিসে জোর দেওয়া হবে। এর ফলে সংস্থার শেয়ার বাড়ল ৪ শতাংশ।

No comments:

Post a Comment