Join Our WhatsApp Group! ফের বিশ্ব দরবারে সেরার শিরোপা পেল বাংলা, রাষ্ট্রসংঘে পুরস্কৃত ‘সবুজ সাথী’ ও ‘উৎকর্ষ বাংলা’ - Learn and Let others to Learn
Today is Tuesday, July 8. | 10:01:57 PM
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।

Wednesday, September 09, 2020

ফের বিশ্ব দরবারে সেরার শিরোপা পেল বাংলা, রাষ্ট্রসংঘে পুরস্কৃত ‘সবুজ সাথী’ ও ‘উৎকর্ষ বাংলা’

 ফের আন্তর্জাতিক মঞ্চে বাংলার জয়জয়কার। রাষ্ট্রসংঘে সেরার পুরস্কার পেল রাজ্য সরকারের সবুজ সাথী (Sabooj Sathi) প্রকল্প। ১৬০টি দেশের মধ্যে বিশ্বসেরার মুকুট উঠল বাংলার মাথায়। যা নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) তথা তৃণমূল সরকারের বিরাট সাফল্য।

An Images

এখানেই শেষ নয়, স্কিল ডেভেলপমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla) প্রকল্প। রাষ্ট্রসংঘের একটি সংস্থা ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি গত ৭ সেপ্টেম্বরই ভারচুয়ালি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে। জানানো হয়, ১৬০টি দেশের তরফে মোট ১৬০০টি প্রকল্পের মনোনয়ন জমা পড়েছিল। সেখানেই সেরার শিরোপা জিতে নিয়েছে বাংলার এই দুই প্রকল্প। 

তবে এই প্রথম নয়, গত বছরও বিশ্ব দরবারে সমাদৃত হয়েছিল রাজ্য সরকারের এই প্রকল্প দুটি৷ রাষ্ট্রসংঘের (United Nations) মঞ্চে  ‘উৎকর্ষ বাংলা’ এবং ‘সবুজ সাথী’ প্রকল্পের মাথায় শিরোপা ওঠে৷ তারও আগে ‘কন্যাশ্রী’ প্রকল্প পেয়েছিল সেরার সম্মান৷ উৎকর্ষ বাংলা হল রাজ্যের তরুণ প্রজন্মের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তৈরি প্রকল্প। রাজ্যের উদ্যোগে লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী নিখরচায় দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ পেয়েছেন ও পাচ্ছেন। কারিগরি প্রশিক্ষণ দপ্তরের সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করে। উদ্ভাবনীর দিক থেকে নতুন নতুন কোর্সও জনপ্রিয়তা পেয়েছে।

আর সবুজ সাথী রাজ্যজুড়ে স্কুল ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল প্রদানের প্রকল্প৷ এই প্রকল্প দু’টি চালু হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল৷ সুবিধা পেয়েছেন বহু মানুষ৷ বাংলার এই দুই ভাবনা সমাদৃত হয়েছে গোটা বিশ্বে৷   


No comments:

Post a Comment

Featured Post

Write a story using these points.

  [  An ass carrying a load of salt falls into a pool - salt dissolves - ass happy with lighter load-next day intentionally slips in the poo...