চিনের হাতে তুলে দেওয়া হচ্ছিল গুরুত্বপূর্ণ তথ্য, সাংবাদিক সহ গ্রেফতার তিন - Learn and Let others to Learn
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।
|

Saturday, September 19, 2020

চিনের হাতে তুলে দেওয়া হচ্ছিল গুরুত্বপূর্ণ তথ্য, সাংবাদিক সহ গ্রেফতার তিন

ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত একের পর এক গুরুত্বপূর্ণতথ্য তুকে দেওয়া হয়েছে চিনের হাতে। এমনই অভিযোগে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন চিনা নাগরিক বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশ শনিবার জানিয়েছে যে দিল্লির বাসিন্দা ফ্রিল্যান্স সাংবাদিক রাজীব শর্মার পাশাপাশি এক চিনা ও এক নেপালের নাগরিককেও এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তারা বহু গোপন তথ্য চিনের হাতে তুলে দিচ্ছিল বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে পুলিশ জানায় দিল্লির পিতমপুরার বাসিন্দা রাজীব শর্মাকে চিনের চরবৃত্তি করার জন্য গ্রেফতার করা হয়েছে। অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডেপুটি কমিশনার সঞ্জীব কুমার যাদব জানিয়েছেন, চিনা গোয়েন্দাদের হাতে স্পর্শকাতর তথ্য তুলে দিচ্ছিল রাজীব শর্মা নামে ওই সাংবাদিক। এছাড়া ওই চিনে ও নেপালের দুই নাগরিকও এর সঙ্গে যুক্ত চিনা নাগরিক মহিলা ভুয়ো সংস্থার মাধ্যমে বিপুল টাকা দিচ্ছিল ওই সাংবাদিককে। একগুচ্ছ মোবাইল ফোন, ল্যাপটপ ও গোপন নথি উদ্ধার করা হয়েছে।

No comments:

Post a Comment