আপনি কি জানেন পেট্রোল পাম্পে কি কি সুবিধা পাওয়ার অধিকারী আপনি ? - Learn and Let others to Learn
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।
|

Thursday, November 05, 2020

আপনি কি জানেন পেট্রোল পাম্পে কি কি সুবিধা পাওয়ার অধিকারী আপনি ?

 আপনি কি জানেন পেট্রোল পাম্পে কি কি সুবিধা পাওয়ার  অধিকারী আপনি ?



জ্বালানির দামে নাজেহাল গোটা দেশ৷ পেট্রোল পাম্পে গেলেই মিটার চড়তে থাকে৷ রোজ-প্রতিদিন৷ ফ্রি-তে কিস্সু মেলে না৷ তরল সোনা যে! তবে জেনে রাখুন, পেট্রোল পাম্পে কিছু পরিষেবা একেবারেই বিনামূল্যে পাওয়া যায়৷ অনেকেরই না-জানার সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ীরা৷
পেট্রোল-ডিজেল ভরাতে গিয়ে ফ্রি সুবিধগুলি অনেকেই নেন না৷ খানিকটা না-জানার ফলেও৷ একগুচ্ছ খরচ করে জ্বালানি নেবেন, ফ্রি পরিষেবাগুলি নিতে দোষ কী! তাই পেট্রোল পাম্পে কী কী ফ্রি পাওয়া যায়, রইল সেই পরিষেবাগুলির সন্ধান৷ আপনি হয়তো জানেন, অনেকেই জানেন না৷
প্রথম ফ্রি পরিষেবাটি হল টায়ারে হাওয়া ভরা গাড়ির চাকায় যদি হাওয়া কম থাকে, তা হলে পেট্রোল পাম্পে ফ্রি-তে ভরিয়ে নিন৷ যদি কোনও পাম্পে কেউ হাওয়া ভরার জন্য টাকা দাবি করে, তা হলে অবিলম্বে অভিযোগ দায়ের করুন সংশ্লিষ্ট পাম্পটির নামে৷ মানুষের না-জানার সুযোগ নিয়ে অনেকেই হাওয়া ভরানোর টাকা নিয়ে থাকেন বা কোনো পেট্রল পাম্প এ মেশিন না থাকলে সরাসরি অভিযোগ করুন |
কোনও বিপদে পড়েছেন রাস্তায়? ফোনে চার্জ নেই৷ চিন্তা না করে পেট্রোল পাম্পে যান৷ কারণ, পেট্রোল পাম্প থেকে জরুরি ফোন কল ফ্রি-তেই করা যায়৷
রাস্তায় জল তেষ্টা পেলেও ভরসা হতেই পারে পেট্রোল পাম্প৷ বিনামূল্যে পরিস্রুত পানীয় জল পাওয়া যায় পেট্রোল পাম্পে৷ কোনও পাম্পে পানীয় জলের সুবিধা না-থাকলে অভিযোগ দায়ের করতেই পারেন আপনি৷
দুর্ঘটনার কবলে পড়লে ফার্স্ট এইড-এর সুবিধাও ফ্রি থাকে পেট্রোল পাম্পে৷ রাস্তায় ছোটখাটো কাটাছেঁড়ায় পেট্রোল পাম্পে ফার্স্ট এইড নিতে পারেন৷ এর জন্য একটি পয়সাও লাগে না৷
প্রকৃতির ডাক এড়ানো সম্ভব নয়৷ শরীর খারাপ অনিবার্য৷ রাস্তায় তাই টয়লেট পেলে ভরসা কিন্ত‌ু পেট্রোল পাম্পই৷ যে কোনও পেট্রোল পাম্পে টয়লেট রাখা বাধ্যতামূলক৷ এর জন্যও কোনও পয়সা লাগে না৷


For more click           Class VIII  Click               Class VII Click

No comments:

Post a Comment