Join Our WhatsApp Group! ১ নভেম্বর থেকে খুলছে স্কুল ?????, সপ্তাহে ৩ দিন উপস্থিত থাকতে হবে পড়ুয়াদের - Learn and Let others to Learn
Today is Thursday, May 29. | 7:26:58 AM
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।

Sunday, October 18, 2020

১ নভেম্বর থেকে খুলছে স্কুল ?????, সপ্তাহে ৩ দিন উপস্থিত থাকতে হবে পড়ুয়াদের

১ নভেম্বর থেকে খুলছে স্কুল, সপ্তাহে ৩ দিন উপস্থিত থাকতে হবে পড়ুয়াদের


 দেশের অন্য রাজ্যগুলির পাশাপাশি করোনা চোখ রাঙাচ্ছে উত্তর-পূর্বের রাজ্য অসমেও। তবে নিউ নর্মালে এবার ধীরে ধীরে খোলা হবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। অসমের হস্টেলগুলি আগামী ১ ডিসেম্বর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে আগামী ১ নভেম্বর থেকেই রাজ্যের স্কুলগুলি চালু করা হবে বলে জানিয়েছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

করোনাকালে একটানা বন্ধ রয়েছে স্কুল, কলেজ। অনলাইনেই চলছে পঠন-পাঠন। তবে সব পড়ুয়ারা সেই সুযোগ পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই করোনাকালে একটা বড় অংশের পড়ুয়ার পঠন-পাঠন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনা আতঙ্কে মাসের পর মাস বন্ধ স্কুল, কলেজ। অসমেও একই পরিস্থিতি। তবে এবার রাজ্যের স্কুল ও অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালা খোলার পালা।

অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যের হস্টেলগুলি খুলে দেওয়া হবে। তার আগে ১ নভেম্বর থেকে চালু হবে স্কুল। করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে স্কুলগুলিতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে অসম সরকার।

ক্লাসের সেকশনের সংখ্যা বাড়ানো হয়েছে। স্কুলে পড়ুয়াদের সংখ্যা কমানোয় জোর দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, আপাতত স্কুলের সময় দুই ভাগে ভাগ করা হবে। স্কুলের প্রথম পর্ব চলবে সকাল ৮.৩০ থেকে বেলা ১২.৩০ পর্যন্ত। এরপর ফের দুপুর ১.৩০ থেকে ক্লাস চলবে বিকেল ৪.৩০ পর্যন্ত। পড়ুয়াদের সপ্তাহে তিন দিন স্কুলে আসতে হবে।

অন্য রাজ্যগুলির পাশাপাশি করোনার সংক্রমমণ এখনও উদ্বেগ বাড়িয়ে চলেছে অসমে। রাজ্যের মোট সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ছুঁইছুঁই। ইতিমধ্যেই অসমে করোনার বলি ৮৫৩ জন। উৎসবের মরশুম শেষে গোটা দেশেই করোনার সংক্রমণ বিপজ্জনক রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

No comments:

Post a Comment

Featured Post

WRITE A NEWSPAPER REPORT BASED ON THE GIVEN POINTS:

 Incident:                Bank robbery Date & time :      Monday,12:30 p.m. Place:                        Jodhpur Park Branch Miscrean...