সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধার কার্ডে বড় বদল আনার কথা ঘোষণা করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। নতুন আধার কার্ডগুলি একেবারে অন্য অবতারে হাজির হবে। কারণ এগুলিকে পলিভিনাইল ক্লোরাইড (PVC) প্লাস্টিকে ছাপার অনুমতি দিয়েছে নিয়ামক সংস্থাটি। ফলে ATM বা ডেবিট কার্ডের মতো এবার আধার কার্ডও ওয়েলেটে সঙ্গে রাখা যাবে। সেইসঙ্গে নতুন কার্ডের সিকিউরিটি ফিচার্সেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। সব মিলিয়ে নতুন আধার কার্ডগুলি একদিকে যেমন আরও দীর্ঘস্থায়ী হবে তেমনই এগুলি সঙ্গে নিয়ে ঘোরা বা অনলাইনে ইনস্ট্যান্ট ভেরিফাই করাও সুবিধাজনক হবে।
এক ঝলকে আধার PVC কার্ডের সিকিউরিটি ফিচার্স: How to order Aadhar PVC Card
১) সর্বোচ্চ মানের প্লিন্টিং এবং ল্যামিনেশন।
২) আধার PVC কার্ড বেশি টেকসই হবে এবং সেটি সঙ্গে রাখাও সুবিধাজনক।
৩) নব অবতারে হাজির হওয়া আধার PVC কার্ডে সাম্প্রতিকতম বেশ কিছু সিকিউরিটি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখ্য হল হলোগ্রাম, গুইলোচে প্যাটার্ন, ঘোস্ট ইমেজ এবং মাইক্রোটেক্সট।
৪) আধার PVC কার্ডগুলি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ।
৫) QR কোর্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট অফলাইন ভেরিফিকেশনের সুযোগ।
৬) কার্ডে আছে ইস্যু ডেট এবং প্রিন্ট ডেটের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য।
৭) একেবারে নতুন আধার PVC কার্ডে আছে এম্বোস আধার লোগো।
মোবাইল নম্বর লিংক না করা থাকলেও আধার PVC কার্ডের অর্ডার দেওয়া যাবে:
'Order Aadhaar Card' নামে নতুন একটি পরিষেবা চালু করেছে আধার কর্তৃপক্ষ। এর মাধ্যমে যাঁদের আধার কার্ড আছে তাঁরা সামান্য কিছু টাকা খরচ করে তাঁদের আধার তথ্য PVC কার্ডে ছাপিয়ে নিতে পারবেনয যাঁদের মোবাইল নম্বর রেজিস্ট্রার করা নেই তাঁরা নন-রেজিস্টার্ড/বিকল্প ফোন নম্বর থেকে এটি অর্ডার দিতে পারবেন। অর্ডার দেওয়ার পরে সাধারণত ৫ দিনের মধ্যে নতুন কার্ড স্পিড পোস্টের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে।
আরও পড়ুন: ডিসেম্বর থেকে ব্যাংকের নিয়মে বড় বদল! এবার ২৪x৭ পাওয়া যাবে এই পরিষেবা...
কীভাবে আধার PVC কার্ড স্ট্যাটাস ট্রাক করা যাবে: How to order Aadhar PVC Card
আধার কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in-এর মধ্যে 'My Aadhaar' ট্যাব থেকে আধার PVC কার্ডের স্ট্যাটাস নিয়মিত চেক করা যাবে। এক্ষেত্রে 'My Aadhaar' ট্যাবে গিয়ে 'Check Aadhaar PVC card status'-এ ক্লিক করতে হবে। ভেসে ওঠা নতুন স্ক্রিনে প্রয়োজনীয় তথ্য দিয়ে Check Status-এ ক্লিক করতে হবে।
আধার PVC কার্ডের অর্ডার দেওয়ার খরচ:
আধার PVC কার্ডের জন্য একজন ব্যক্তিকে ৫০ টাকা খরচ করতে হবে। এর মধ্যে অন্তর্ভূক্ত আছে GST এবং স্পিড পোস্টের চার্জ।
No comments:
Post a Comment