Join Our WhatsApp Group! দশম শ্রেণী ইতিহাসের প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর - Learn and Let others to Learn
|
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।

Friday, February 14, 2025

দশম শ্রেণী ইতিহাসের প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর

 

) ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন-
(A)
রনজিত গুহ
(B)
অমলেশ ত্রিপাঠী
(C)
সুমিত সরকার

(D)
রামচন্দ্র গুহ
উঃ (A) রনজিত গুহ

) পিচঢালা রাস্তা নির্মাণ করেন-

(A) জন ম্যাক্যাডাম
(B)
হামফ্রে ডেভি
(C)
আইনস্টাইন
(D)
জর্জ স্টিফেনশন
উঃ (A) জন ম্যাক্যাডাম

FOR CLASS VI CLICK HERE

 FOR CLASS V CLICK HERE

FOR CLASS VII  CLICK HERE

FOR CLASS VIII CLICK HERE

FOR CLASS IX CLICK HERE 

) সংস্কৃতির শহর বলা হয়-
(A)
কলকাতাকে
(B)
লখনৌ কে
(C)
সুরাটকে
(D)
মুম্বাইকে
উঃ (A) কলকাতাকে

) বাণিজ্য শহর বলা হয়-
(A)
মুম্বাইকে
(B)
কলকাতাকে
(C)
গুজরাট কে
(D)
বিহার কে
উঃ (A) মুম্বাইকে

) ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি?


(A)
রাজ তরঙ্গিনী
(B)
মহাভারত
(C)
রামায়ণ
(D)
বেদ
উঃ (A) রাজ তরঙ্গিনী

) ভারতের ধ্রুপদী নৃত্যকে ভাগ করা হয়-
(A)
দুই ভাগে
(B)
তিন ভাগে
(C)
চার ভাগে
(D)
পাঁচ ভাগে
উঃ (C) চার ভাগে

)ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন-

(A) ইংরেজরা

(B) পর্তুগিজরা
(C)
ওলন্দাজরা
(D)
ফরাসিরা
উঃ (A)ইংরেজরা

) মোহনবাগান ক্লাব আই এফ শিল্ড জয় করেছিল-
(A)
১৮৯০
(B)
১৯১১
(C)
১৯১৮
(D)
১৯০৬
উঃ (B) ১৯১১

) বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হল-
(A)
বামাবোধিনী
(B)
পাক প্রণালী
(C)
পাক রাজেশ্বর
(D)
আমিশ নিরামিষ
উঃ (C) পাক রাজেশ্বর

১০) ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয়-
(A)
বোম্বে থেকে থানে
(B)
দিল্লি থেকে থানে
(C)
বোম্বে থেকে দিল্লি
(D)
দিল্লি থেকে কলকাতা
উঃ (A) বোম্বে থেকে থানে

১১) আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয়-
(A)
১৯৭৬
(B)
১৯৭৫
(C)
১৭৬৫
(D)
১২৪৫
উঃ (B) ১৯৭৫

১২) বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল-
(A)
১২ জানুয়ারি, ১৯৯৮
(B)
১লা মে, ১৯২৩
(C)
জুন, ১৯৭৪
(D)
কোনটাই নয়
উঃ (C) জুন, ১৯৭৪

১৩) আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো-
(A)
সরকারি নথিপত্র
(B)
ব্যক্তিগত পত্র
(C)
সংবাদপত্র
(D)
স্মৃতিকথা
উঃ (A) সরকারি নথিপত্র

১৪) বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন-
(A)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B)
সরলাদেবী চৌধুরানী
(C)
বিদ্যাসাগর
(D)
দ্বারকানাথ বিদ্যাভূষণ
উঃ (A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৫) ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
(A)
কলকাতাতে
(B)
দিল্লিতে
(C)
পুনাতে
(D)
নাগপুর
উঃ (B) দিল্লিতে

FOR CLASS VI CLICK HERE

 FOR CLASS V CLICK HERE

FOR CLASS VII  CLICK HERE

FOR CLASS VIII CLICK HERE

FOR CLASS IX CLICK HERE 

১৬) বিপিনচন্দ্র পাল লিখেছেন-
(A)
সত্তর বছর
(B)
জীবনস্মৃতি
(C)
আনন্দমঠ
(D)
নেশন ইন মেকিং
উঃ (A) সত্তর বছর

১৭) ইন্টারনেট শুরু হয়-
(A)
১৯৮৯
(B)
১৮৯০
(C)
১৯৮৭
(D)
১৯৬৫
উঃ (A) ১৯৮৯

১৮) সোমপ্রকাশ ছিল একটি
(A)
সাপ্তাহিক পত্রিকা
(B)
দৈনিক পত্রিকা
(C)
মাসিক পত্রিকা
(D)
কোনটাই নয়
উঃ (A) সাপ্তাহিক পত্রিকা

১৯) জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি-
(A)
উপন্যাস
(B)
কাব্যগ্রন্থ
(C)
জীবনীগ্রন্থ
(D)
আত্মজীবনী
উঃ (D) আত্মজীবনী

২০) উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা-
(A)
মালবিকা কার্যকর
(B)
জে কৃষ্ণমূর্তি
(C)
জ্যোতিরাও ফুলে
(D)
কোনটাই নয়
উঃ (B) জে কৃষ্ণমূর্তি

) প্রথম নাট্য চর্চার উদ্ভব হয় _______ দেশে (উঃ গ্রীস)
) গান্ধী টুপি পরতেন ________ (উঃ মহাত্মা গান্ধীর অনুগামীরা)
) প্রথম ঐতিহাসিক _________ সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস রচনার উপর জোর দেন (উঃ নীহাররঞ্জন রায়)
) মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক হলেন _______ (উঃ ঋত্বিক ঘটক)
) রাজা হরিশচন্দ্র নামে প্রথম চলচ্চিত্র রূপায়ণ করেন _______ (উঃ দাদাসাহেব ফালোকে)
) ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম হলো _______ (উঃ নীলদর্পণ)
) খেলার রাজা নামে পরিচিত ______ উঃ ক্রিকেট)
) সমাজের প্রান্তিক স্তরের মানুষের কথা উঠে এসেছে _______ দের ইতিহাস চর্চায় (উঃ সাব অল্টার্ন)
) ফুড ইন হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা হলেন ________ (উঃ রিয়াই টান্নাহিল)
১০) বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল ________ (উঃ মাসিক)
১১) প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হলো _______ (উঃ সোমপ্রকাশ)
১২) কলকাতা নগরীর পত্তন ঘটে ________ (উঃ ১৬৯০)
১৩) দা হিন্দু টেম্পল গ্রন্থটি রচনা করেন _______ (উঃ জর্জ মিশেল)
১৪) ভারতীয় যোগাযোগ পরিবহন ব্যবস্থায় আধুনিকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন _______ (উঃ লর্ড ডালহৌসি)
১৫) ভারতের প্রথম রেলপথ

স্থাপিত হয় _________ (উঃ ১৮৫৩)
১৬) গান্ধার শিল্পে ________ সংস্কৃতির মিশ্রণ দেখা যায় (উঃ ভারতীয় রোমান গ্রীক)
১৭) বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয় _______ (উঃ প্রবাসীতে)
১৮) বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় ________ (উঃ ১৮১৮)
১৯) প্রখ্যাত সংগীত শিল্পী মান্নাদে- আত্মজীবনীর নাম হল ________ (উঃ জীবনের জলসাঘরে)
২০) কলকাতায় ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয় ________ (উঃ ১৮৮০)
২১) ভারতের পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় ________ শতকে (উঃ উনবিংশ)
২২) ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ________ (উঃ ১৯২৮)
২৩) মুঘল যুগের একজন বিখ্যাত সংগীতঙ্গ হলেন _______ (উঃ তানসেন)
২৪) ভারতের প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় ______ (উঃ কলকাতায়)
২৫) নতুন সামাজিক গোষ্ঠীর একজন ঐতিহাসিকের নাম হলো ______ (উঃ জুরগেন কোকা

দু একটি কথায় উত্তর দাও-

FOR CLASS VI CLICK HERE

 FOR CLASS V CLICK HERE

FOR CLASS VII  CLICK HERE

FOR CLASS VIII CLICK HERE

FOR CLASS IX CLICK HERE 

) ইতিহাসের জনক কাকে বলা হয়?
উঃ হেরোডোটাস কে
) ইতিহাস বিদ্যাকে অন্যান্যবিদ্যাচর্চার জননীবলে কে অভিহিত করেছেন?
উঃ জি এম ট্রেভেলিয়ান
) বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯২০
) কবে চলমান চিত্র বা চলচ্চিত্রের জন্ম হয়?
উঃ ১৮৯৫
) বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন?
উঃ শ্রীচৈতন্যদেব
) ‘বাংলার মাটি বাংলার জলগানটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
) কার গান হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক ছিল?
উঃ লালন ফকিরের গান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল
) ক্যামেরা শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ লিওনার্দো দা ভিঞ্চি
) কোথায় চলচ্চিত্রের জন্ম হয়?
উঃ প্যারিস
১০) সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি?
উঃ পথের পাঁচালী
১১) বঙ্গীয় কলা সংসদ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
উঃ ১৯০৫
১২) বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা?
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর
১৩) চিত্র কথা কার লেখা?
উঃ বিনোদ বিহারী মুখোপাধ্যায়
১৪) নর্মদা বাঁচাও আন্দোলন এর নেত্রী কে দিয়েছিলেন?
উঃ মেধা পাটেকর
১৫) চিপকো আন্দোলন হয়েছিল কোন রাজ্যে?
উঃ উত্তরাখণ্ড
১৬) নিউ সাইন্স গ্রন্থের রচয়িতা কে?
উঃ ভিকো
১৭) সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি?
উঃ জীবনের ঝরাপাতা
১৮) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?
উঃ সরকারি মহাফেজখানা লেখ্যাগারে
১৯) বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯১৭
২০) ভারতের প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি?
উঃ বেঙ্গল গেজেট
২১) প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি?
উঃ সমাচার দর্পণ
২২) বঙ্গদর্শন প্রথম কবে প্রকাশিত হয়?
উঃ ১৮৭২
২৩) বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৪) কোন বড়লাট সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন?
উঃ লর্ড লিটন
২৫) ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন?
উঃ মুনষী প্রেমচন্দ
২৬) জীবনের ঝরাপাতা কোন সাময়িক পত্রে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল?
উঃ দেশ পত্রিকা
২৭) সাইন্স এন্ড দ্য রাজ গ্রন্থটি কার লেখা?
উঃ দীপক কুমার
২৮) CSIR কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৪২
২৯) বর্তমান ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম লেখ?
উঃ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট
৩০) বিপিনচন্দ্র পাল কবে ন্যাশনাল ইনস্টিটিউট স্থাপন করেন?
উঃ ১৮৮০
৩১) বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা?
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর
৩২) বর্তমান চলচ্চিত্রের স্রষ্টা রূপে কাকে গণ্য করা হয়?
উঃ লুই এবং অগাস্ত ল্যুমিয়েরকে
৩৩) কলকাতায় মঞ্চস্থ প্রথম বাংলা নাটকের নাম কি?
উঃ কাল্পনিক সংবদল
৩৪) গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাস চর্চা বিষয়ক একটি গ্রন্থের নাম লিখ
উঃ বাপি বাড়ি যা
৩৫) বাংলা ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯২০
৩৬) দ্য অ্যানালস পত্রিকাটি কবে প্রকাশিত হয়?
উঃ ১৯২৮
৩৭) প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন?
উঃ নবীনচন্দ্র দাস
৩৮) বাংলায় নীল চাষের উপর অত্যাচারের কথা কোন সরকারি নথি থেকে জানা যায়?
উঃ নীল কমিশনের রিপোর্ট
৩৯) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত?
উঃ মুম্বাইতে
৪০) বিপিনচন্দ্র পাল কার কাছ থেকে জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন?
উঃ নবগোপাল মিত্র

 

No comments:

Post a Comment

Featured Post

Download Madhyamik Bengali & Geography Question 2025

Download Madhyamik Geovgraphy Q uestion 2025                                                                   Download Madhyamik Bengali Qu...