কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের প্রকৃত নাম কী? জানুন তাঁর সম্পর্কে অজানা তথ্য
লতা মঙ্গেশকরের জীবনের অজানা কাহিনী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মহারাষ্ট্র সরকারের সব মন্ত্রী-নেতা সকলেই কিংবদন্তি গায়িকার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে। যাঁরা লতা জিকে খুব কাছ থেকে চিনতেন তাঁরা সকলেই তাঁর সম্পর্কে বিভিন্ন ঘটনা ও পুরনো স্মৃতি মন্থন করছেন। আসুন জেনে নেওয়া লতা মঙ্গেশকরের নাম সম্পর্কিত কিছু অজানা তথ্য।
লতার প্রথম নাম ছিল হেমা ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকরের জন্ম হয়। তাঁর আসল নাম লতা নয়। যখন গায়িকার জন্ম হয়েছিল সেই সময় তাঁর মা শিবান্তী ও বাবা দীনানাথ পণ্ডিত, যিনি একজন জনপ্রিয় মারাঠি নাট্যকার, ক্ল্যাসিকাল ও কঙ্কনি গায়ক ছিলেন, তাঁরা তাঁদের প্রথম কন্যার নাম রাখেন হেমা। এর কিছু সময় পরে লতা জির বাবা দীনানাথ পণ্ডিতের জনপ্রিয় নাটক 'ভব বন্ধন'-এর জনপ্রিয় চরিত্র লতিকার নামের আদলে নিজের মেয়ের নাম রাখেন লতা। লতা মঙ্গেশকর তাঁর মা-বাবার প্রথম ও পরিবারের বড় সন্তান ছিলেন। তাঁর পরে পরিবারে মীনা, আশা, ঊষা ও একমাত্র ভাই হৃদয়নাথের জন্ম হয়। পরিবারের প্রত্যেকেই সঙ্গীত জগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
মা–বাবার পরিচয় সুরের দেবী তথা তথা কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর খ্যাতনামা থিয়েটার কর্মী ও অভিনেতা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর ও শাস্ত্রীয় গায়িকা শিবান্তীর মেয়ে। লতা মঙ্গেশকরের মা শিবান্তী বাবা দীনানাথ পণ্ডিতের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তাঁর প্রথম স্ত্রী নর্মদা, লতা মঙ্গেশকরের মামী ছিলেন, যাঁর বিয়ে খুব কম বয়সে হয়ে গিয়েছিল। তাঁর মৃতউর পর দীনানাথ ১৯২৭ সালে শিবান্তীকে বিয়ে করেন। লতা জির বাড়ির মধ্যেই ছিল গানের চর্চা। তিন বোন ও এক ভাই সকলেই বাবা দীনানাথ পণ্ডিতের কাছ থেকেই গান শিখতেন।
লতা মঙ্গেশকরের আদিবাড়ি লতা মঙ্গেশকরের পরিবার আসলে গোয়ার মাঙ্গেশি গ্রামের আদি বাসিন্দা। দীনানাথ নিজের পরিবারকে আদিগ্রামের সঙ্গে পরিচিতি করানোর জন্য মঙ্গেশকর উপাধি নেন।
No comments:
Post a Comment