Join Our WhatsApp Group! Use of preposition - Learn and Let others to Learn
Today is Thursday, July 10. | 9:06:46 AM
এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে । এটা হলো শিক্ষার সঙ্গে যুক্ত ওয়েবসাইট।এখানে বইয়ের কাজ,এক্সট্রা কোয়েশ্চন আনসার,গ্রামার ও কোয়েশ্চন ব্যাংকের উত্তর পাওয়া যাবে ।

Sunday, July 05, 2020

Use of preposition

ছন্দে ছন্দে Preposition শিখুন.নগর, শহর, দেশ,এদের আগে in বসিয়ে করবে বেশ।.সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী,এদের আগে in বসানো হয় আজ অব্দি।.প্রভাত, দুপুর, গোধূলি, রাত,এদের আগে at বসিয়ে করবে বাজিমাত।.সময়ের আগে at বসে, দিনের আগে on,দিনের অংশ ভাগে in না বসালে,করবে তবে Wrong।.Festival-এ at, নম্বরেও at, with হয়বস্তুতে,এইভাবে preposition শিখবে আনন্দ আরফুর্তিতে।.Person-এ by, পাশে বুঝাতেওby, (যানবাহনের আগে) কিন্তু in a car,দক্ষতায় অদক্ষতায় at না বসালেসব হবে ছারখার।.ছোট হলে at, বড় হলে in, কখন হয়?এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।.বাহির থেকে ভিতরে into ব্যবহার করো,ভিতরথেকে বাহিরে হয় out of,Preposition না বুঝলে মুড থাকবে off।.লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলেহয়above,Since, for বুঝ না, কেন নাও ভাব?.শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for,গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয়under,.Preposition আসলেই খুব মজার। মাত্রা(স্তর)বুঝাতে হয় below,Preposition শিখতে পেরে, আমি আছি খুবভালো।.On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto,সাথে বুঝাতে with হয়, দিক বুঝাতে to..কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয়through(বাধা থাকলে)।এ পাশ থেকে ওপাশে যেতে হয় across,(বাধা নাথাকলে)।

No comments:

Post a Comment

Featured Post

GRAMMAR PRACTICE SET 75 (VIII)

  A. Fill in the blanks with the correct form of the verb in brackets: She usually __________ (go) to school by bus. I __________ (wat...